কালোবাজারীদের সিন্ডিকেট রুখে দিতে এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সিআরবি’র রংপুর কমিটি গঠিত হয়েছে।
কনজুমার রাইটস অব বাংলাদেশ (crb) ক্রেতা সুরক্ষায় দেশব্যপী নানা কার্যক্রম চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় নবগঠিত রংপুর বিভাগীয় কমিটির সদস্যরা কাজ করবে বলে জানিয়েছেন সিআরবির রংপুর বিভাগীয় শাখার সভাপতি মো. আব্দুল মালেক।
কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে প্রশাসনের সহযোগীতায় নিয়মিত
বাজার মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়কে নিরুৎসাহিত করার পাশাপাশি আইনি পদক্ষেপ প্রহন করবে সিআরবি রংপুর কমিটি। এমন স্বীদ্ধান্তের কথা জানিয়ে আব্দুল মালেক আরও বলেন, ‘সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টাই রুখে দিতে পারে কালোবাজারীদের তেলেসমাতি। এক্ষেত্রে সব সময় সোচ্চার থাকবে কনজুমার রাইটস অব বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটি ’
Leave a Reply