রাজবাড়ীর পাংশায় একটি দোকান থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে মাছপাড়া বাজার সংলগ্ন বকুল চাটাই হাউজের দোকান ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির শরীরে ছিল নেভি ব্লু প্যান্ট ও হাফ হাতা কালো রঙের টি-শার্ট।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. শাহিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।