1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক টেস্ট জয় আয়ারল্যান্ডের

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
ফাইল ছবি

জয়ের লক্ষ্য খুব বড় ছিল না, ১৫৮ রানের। কিন্তু ২১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে বলতে গেলে ছিটকে পড়ছিল আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে তারা।

বেলফাস্টে একমাত্র টেস্টে রোমাঞ্চকর এক লড়াইয়ে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে অ্যান্টি বালবির্নির আয়ারল্যান্ড।

প্রথম ইনিংসে ২ উইকেটে ১৪৩ তোলার পর নাটকীয় ধসে ২১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে আয়ারল্যান্ড করে ২৫০।

দ্বিতীয় ইনিংসে ডিয়ন মায়ার্সের ৫৭ আর শন উইলিয়ামসের ৪০ রানের লড়াকু ইনিংসে ভর করে ১৯৭ রানে অলআউট হয় জিম্বাবুইয়ানরা।

আইরিশদের হেসেখেলেই জয় পাওয়ার কথা ছিল। কিন্তু কাজটা কঠিন করে দেন জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভা। একাই ৪ উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডকে কোণঠাসা করে দেন তিনি।

সেখান থেকে অ্যান্ডি ম্যাকব্রিন আর লরকান টাকারের ৯৬ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আইরিশরা। টেস্টে ষষ্ঠ উইকেটে এটিই আয়ারল্যান্ডের সেরা জুটি। এর আগে এই উইকেটে ৮০ রানের জুটিতে রেকর্ড গড়েছিলেন পল স্টার্লিং আর লরকান টাকার।

টাকার ৫৬ করে আউট হলেও ম্যাকব্রিন ৫৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। মার্ক অ্যাডায়ার অপরাজিত থাকেন ২৪ রানে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024