1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় মন্দির পরিদর্শনে ইউএনও

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

রোববার (১১ আগস্ট) বিকেলে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের নিয়ে এসব মন্দির পরিদর্শন করেন।

দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা যাতে কোনো ধরনের হামলা কিংবা ক্ষয়ক্ষতির সম্মুখীন না হন সেজন্য কাজ করছে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। উপজেলার পৌরসভা, মির্জাপুর, বাহাদিয়া, খামা, নারান্দী ও হোসেন্দীসহ উপজেলার অন্যান্য এলাকায় বেশ কয়েকটি মন্দির ও হিন্দু পাড়া রয়েছে। এসব মন্দির ও হিন্দু অধ্যুষিত এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তারা যেন অনিরাপদ বোধ না করেন সেজন্য স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তির উদ্যোগে পাহারা এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। এরই প্রেক্ষিতে রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন উপজেলার বেশকটি মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন।

পাকুন্দিয়ায় মন্দির পরিদর্শনে ইউএনও

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, এ উপজেলার মানুষের মধ্যে সম্প্রীতি বিরাজ করছে। এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের সার্বিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। স্থানীয় রাজনৈতিক নেতারা মিলে মন্দির রক্ষাসহ তাদের জানমালের নিরাপত্তা দিচ্ছেন।

তিনি আরও বলেন, মন্দির পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের লোকজন উপজেলা প্রশাসনকে জানিয়েছেন তারা ভালো আছেন। গুজব প্রতিরোধ এবং কোনো ধরনের নিরাপত্তাহীনতার আশঙ্কা করলে স্থানীয় প্রশাসনকে অবগত করার জন্য তাদেরকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024