বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের পর একে একে বেশ কয়েকজন কর্মকর্তার পদত্যাগের খবর পাওয়া গেছে।
রোববার (১১ আগস্ট) বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, উপাচার্য ও কোষাধ্যক্ষের পর পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা কো-অর্ডিনেটর ড. মো. আবু হাদী নূর আলী খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. হারুন-অর-রশীদ, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. আফরিনা মুস্তারি, পরিবহন শাখার পরিচালক ড. মো. রফিকুল আলমসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, ৫ আগস্ট সরকার পতনের পরপর ওই দিনই প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। এরপর ১১ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর পদত্যাগের পর অন্যান্যদের পদত্যাগের বিষয়টি সবার সামনে আসে।