ভোলায় ধর্মীয় বিভিন্ন উপাসনালয় নিরাপত্তায় নেমেছে কোস্টগার্ড। রোববার (১১ আগস্ট) দুপুরে থেকে টহলে নেমেছেন তারা। জেলার ইলিশা লঞ্চঘাট, ফেরিঘাট, ভেদুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও নিরাপত্তা জোরদার করে তারা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার খোন্দকার মাহাবুবুল আলম জানান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় ভোলাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। চলমান পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় আমাদের টহল অব্যাহত রয়েছে। জনসাধারণসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে গিয়ে সার্বক্ষণিক তাদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি টহল কাজ চলমান রয়েছে। এছাড়াও কোথায় কোনো ধরনের আশঙ্কা দেখা দিলে কোস্টগার্ডকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন তিনি।