শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক, পরিবহন প্রশাসক ও গবেষণা কেন্দ্রের পরিচালক পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীরা হলেন- মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. আসিফ ইকবাল, পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন।
শনিবার (১০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক, পরিবহন প্রশাসক ও গবেষণা কেন্দ্রের পরিচালক পদত্যাগ করেছেন। তারা এ দায়িত্ব আর পালন করবেন না বলে জানিয়েছেন।