শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন।
মঙ্গলবার (১৩ আগস্ট) তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারী ও ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী এক বিবৃতিতে তাদের স্বাগত জানান।
বিবৃতিতে বলা হয়, তরিকত নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এযাবৎ নিহত ছাত্র, সাংবাদিক, পুলিশ ও শিশুসহ সাধারণ মানুষের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত করার আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, এরই মধ্যে কিছু দুষ্কৃতকারী বাংলাদেশের বিভিন্ন দরবার, দরগাহ, মাজার ও খানকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, যার কারণে আমরা চরমভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়িঘর ও সরকারি-বেসরকারি এবং স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন স্থাপনা ও জাদুঘরে হামলাও কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তী সরকারকে অতিদ্রুত কঠোর কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার দাবি জানাই।
এছাড়া কোনো স্বার্থান্বেষী মহল ফায়দা হাসিল করতে ছাত্র-জনতার এই অর্জন সুকৌশলে বিনষ্ট করে যেন ভিন্ন দিকে প্রবাহিত করতে না পারে, সে ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের নেতৃবৃন্দ ও সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাকে সচেতন থাকার আহ্বান জানান।