1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

‌‘মন্ত্রী-সচিবের ভয়ে বোবা হয়ে থাকতে হতো বিচারককে’

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

গত সরকারের সময়ে জুডিশিয়ারিতে অনেককে বোবার মতো কাজ করতে হয়েছে বলে অভিযোগ করেছে অবসরপ্রাপ্ত বিচারক ফোরাম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিন্ডিকেটে দুলাল, বিকাশ ও বাদলের নাম রয়েছে বলে অভিযোগ করেন তারা।

এছাড়া আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, সাবেক সচিব ও বর্তমান সচিবসহ জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করে বিচারের আওতায় আনার দাবিও তোলেন বিচারকরা।

এসময় তারা আরও বলেন, নিম্ন আদালতের দুইশ বিচারককে ডিঙেয়ে সাবেক সচিব দুলালকে আইন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। মন্ত্রণালয়ের তদবির না থাকলে অকারণে বদলি করা হতো। অনেককে করা হতো বহিষ্কার, কাউকে কাউকে স্বেচ্ছায় অবসরে চলে যেতে হতো।

এসময় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বিচার বিভাগের পুনর্গঠন ও সংস্কারের লক্ষ্যে ১২ দফা প্রস্তাবনা দিয়েছেন সাবেক বিচারকরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে ‘অবসরপ্রাপ্ত বিচারক ফোরাম’-এর পক্ষ থেকে এই প্রস্তাবনা তুলে ধরা হয়।

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ফিরোজ আলম এই ১২ দফা প্রস্তাবনা তুলে ধরেন।

তাদের ১২ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে:

১. বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন আনয়ন।
২. বাংলাদেশের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন করে সরকারের নিয়ন্ত্রণ থেকে বিচারকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান।
৩. বিচারকদের নিয়োগ, পদোন্নতিসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার নীতিমালা প্রণয়ন ও অন্যান্য কার্যাদি সম্পন্ন করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন।
৪. মাসদার হোসেন মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পূর্ণ বাস্তবায়ন।
৫. সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।
৬. যেসব বিচারক আচরণবিধি লঙ্ঘন করে স্বৈরাচারী সরকারের সঙ্গে হাত মিলিয়ে তাদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য প্রকাশ্যে সরকারকে সমর্থন করে ন্যায়বিচারের পরিপন্থি কাজ করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
৭. বিচারিক আদালতের সব স্তরে গুরুত্বপূর্ণ পদে থাকা ন্যায়বিচার পরিপন্থি স্বৈরাচারী সরকারের পক্ষে কাজ করা বিচারকদের বদলি করে সৎ ও নিরপেক্ষ বিচারকদের পদায়ন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024