1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

শহীদদের স্মরণ করে ন্যায়বিচারের অঙ্গীকার নবনিযুক্ত ৪ বিচারপতির

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত চার বিচারপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের অঙ্গীকার করেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেন।

আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি জুবায়ের রহমান বলেন, গণঅভ্যুত্থানের উদ্দেশ্যই হলো গণতান্ত্র প্রতিষ্ঠা। আমরা যেন জনগণের হয়ে কাজ করতে পারি, আইনঙ্গনের সবার প্রতি এই আহ্বান।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করবো, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের চেষ্টা করবো।

বিচারপতি রেজাউল হক বলেন, বহুপ্রাণের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা, শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের আরজ্ঞ কামনা করি। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা চেষ্টা করবো, ন্যায়বিচারের জন্য প্রয়োজন হয় তীক্ষ্ণ দৃষ্টি ও সত্যকে বোঝার সক্ষমতা।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চার বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024