ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের মারধরের ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসা বন্ধ করার পর সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
রোববার (১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলের চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতালের রেজিস্ট্রার (নিউরো সার্জারি গ্রিন ইউনিট) আব্দুল আহাদ এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা সারাদেশে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করছি।
চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে:
সারাদেশের সব হাসপাতালের আর্মিসহ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা দিতে হবে।
চিকিৎসক ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে।
এদিকে, ঢাকা মেডিকেলে সমাবেশ করবেন চিকিৎসকরা। সমাবেশে দাবিসমূহের বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন তারা।