1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

নিরাপত্তায় কড়াকড়ি, সুপ্রিম কোর্টে প্রবেশে রাখতে হবে পরিচয়পত্র

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

দেশের চলমান পরিস্থিতিতে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নিরাপত্তা কড়াকড়ি ও জোরদার করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় আইনজীবী, বিচারপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।

নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদামতো এনআইডি কার্ড/পাসপোর্ট/অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

এদিকে সকাল থেকে সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024