1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ হাসিনামুক্ত হলেও চক্রান্ত মুক্ত হয়নি: গয়েশ্বর

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ স্বৈরাচার হাসিনামুক্ত হলেও চক্রান্ত মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।

তিনি বলেন, মূল ইস্যু বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে। সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না।

কালক্ষেপণ না করে জনগণের মৌলিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বর।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ঈশা খা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহীন রহমান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024