1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

বিএসএফের মারধরে বাংলাদেশি কৃষকের মৃত্যু, জামায়াতের নিন্দা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে অন্যায়ভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত থেকে গত ৭ ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশি কৃষক বারিকুল ইসলাম নিজ জমিতে সেচ দিতে গেলে বিএসএফ তাকে অন্যায়ভাবে আটক করে পিটিয়ে হত্যা করেছে। আমরা বিএসএফের এ উসকানিমূলক ও আক্রমণাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার পরে ওই এলাকার বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় বিএসএফ প্রায়ই বাংলাদেশ সীমান্তে এভাবে বাংলাদেশিদের হত্যা করে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। দেশবাসী মনে করে, এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ আনুষ্ঠানিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত।

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি নিরপরাধ লোকদের অন্যায়ভাবে ধরে নিয়ে হত্যার মত ঘৃণ্য উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সীমান্ত এলাকার কৃষকসহ সব শ্রেণিপেশার মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024