1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

১৩ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

শ্রীলঙ্কার মাটিতে ১৩ বছর পর টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। গলে দ্বিতীয় ও শেষে লঙ্কানদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অসিরা।

সর্বশেষ ২০১১ সালের আগস্টে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর মাত্র দুইবার এশিয়া মহাদেশের অন্তর্গত ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সফরে আসে অসিরা। এর মধ্যে ২০১৬ সালে লঙ্কানদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ ও ২০২২ সালে ১-১ ড্র করে তারা।

গলে এই টেস্টেও যে লঙ্কানরা হেরে যাচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল শনিবার তৃতীয় দিনেই। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২১১ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। তখন লঙ্কানদের লিড ছিল মাত্র ৫৪ রানের।

গতকালের অনুমানই সত্যি হয়েছে আজ রোববার। চতুর্থ দিনে খুব বেশি এগোতে পারেনি লঙ্কানরা। গুটিয়ে গেছে মাত্র ২৩১ রানে, টিকেছে মাত্র ৬ ওভার। এতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়িয়েছিল মাত্র ৭৫ রানের।

ব্যাট করতে নেমে মধ্যাহ্নবিরতির আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। একপেশে জয়ের বিনিময়ে সফরকারীদের হারাতে হয় কেবল ওপেনার ট্রাভিস হেডের উইকেট। খেলতে হয় মোটে ১৭.৪ ওভার। এতে সিরিজ নিশ্চিত হয় ২-০ ব্যবধানে।

২৩ বলে ২০ রান করে প্রবাধ জয়সুরিয়ার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন হেড। এরপর দল জিতিয়ে মাঠ ছাড়েন উসমান খাজা ও মার্নাস লাবুশেন। খাজা ৪৪ বলে ২৭ আর লাবুশেন ৩৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচের মাধ্যমে ২০২৩-২০২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ২০২৭ সালে আবার এশিয়া মহাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে অসিরা। সেটা ভারতের বিপক্ষে।

এর আগে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৪২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২৫৭ ও ২৩১ (ম্যাথুস ৭৬, মেন্ডিস ৫০, ডি সিলভা ২৩; কুনেম্যান ৪/৬৩, লায়ন ৪/৮৪)

অস্ট্রেলিয়া: ৪১৪ ও ৭৫/১( খাজা ২৭, লাবুশেন ২৬, হেড ২০; জয়াসুরিয়া ১/২০)

ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেট জয়ী

ম্যাচসেরা: অ্যালেক্স ক্যারি

সিরিজসেরা: স্টিভ স্মিথ

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024