1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় আহত ডিসি-ওসি, আটক ৫

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় এক ডিসি ও এক ওসি আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা সচিবালয় ঘেরাও করেছিলেন। পরে আমরা আমাদের দায়িত্ব পালন করতে গেলে তারা আমাদের বাধা দেন এবং আমাদের ওপর হামলা করেন। এরপর আমরা সেখান থেকে তাদের কয়েকজনকে আটক করি।

তাদের গ্রেফতার দেখানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। আপনারা কালকে (শুক্রবার) জানতে পারবেন।

এ বিষয়ে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাদের বলেছি সচিবালয়ের সামনে থাকা যাবে না। আমরা তাদের সরিয়ে দিতে চাইলে তারা আমাদের ওপর হামলা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024