1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

রাজধানীতে ৩০ রাউন্ড গুলিসহ গ্রেফতার দুই

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

রাজধানীর মিরপুরে নাইন এমএম পিস্তলের ৩০ রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো.সাইফুল ইসলাম সাকিব (২০) ও মো. রুবেল (৩২)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মিরপুরের সেকশন-২ হাউজিং অফিস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে থানার একটি টিম বিশেষ উদ্ধার অভিযানে ডিউটিতে নিয়োজিত ছিল। মিরপুর মডেল থানার সেকশন-২ হাউজিং অফিস সংলগ্ন জি-১ ব্লকের ফ্লাওয়ার ক্যাফের সামনে শিয়ালবাড়ি এলাকা থেকে হেঁটে আসা দুজন সন্দেহভজন ব্যক্তিকে তল্লাশির উদ্দেশে দাঁড়ানোর জন্য সংকেত দেন টিমের পুলিশ সদস্যরা। তখন তারা পুলিশকে দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।

পরে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থাকা একটি পুরোনো ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ রাউন্ড নাইন এম এম পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তারা ওই ৩০ রাউন্ড গুলির বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেননি। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি আরও জানান, গ্রেফতাররা পরস্পর যোগসাজশে বেআইনিভাবে ৩০ রাউন্ড গুলি নিজেদের হেফাজতে রেখেছেন মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024