দিনাজপুরে অবৈধ মাদকদ্রব্য ৪৩১ বোতল ফেন্সিডিলের বিশাল চালান সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে ফ্লাইট লেপ্টেনেন্ট মোঃ সাইফুল্লাহ নাঈম নিশ্চিত করে জানান যে,
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০১ মার্চ ২০২৫ ইং তারিখ সময় সকাল ০৭.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল থানাধীন ৮ নং ধর্মপুর ইউনিয়নের অন্তর্গত ধর্মপুর কৈকুড়ি গ্রামস্থ আসামি মোঃ জাহিনুর ইসলাম ওরফে বকুল (২৮), পিতা মোঃ মজিবুর রহমানের বসতবাড়ির খাটের নিচ হতে অভিযান পরিচালনা করে ৫ টি প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৪৩১ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।
ঘটনার সাথে জড়িত আসামী মোঃ জাহিনুর ইসলাম ওরফে বকুল (২৮), পিতা মোঃ মজিবুর রহমান, সাং- ধর্মপুর কৈকুড়ি এবং মোঃ শফিকুল ইসলাম (৩৪), পিতা মৃত শহীদ মোল্লা, সাং- ইসলামপুর, উভয় থানা- বিরল, জেলা- দিনাজপুরদ্বয়কে ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।