রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী জহিরোননেছা নূরানি হাফিজিয়া কওমি মাদরাসায় ৭ ম হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত মাদরাসা ২০০২ সালে বেতগাড়ীর দানবীর ব্যাক্তি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন সরকার তার মরহুমা মায়ের নামে প্রতিষ্ঠা করেন।
০৬/০৩/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টা হতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,ঐতিহ্যবাহী মাদরাসার হিফজুল কোরআন প্রতিযোগীতায় গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন মাদরাসার হাফেজরা অংশগ্রহণ করেন।
মাদরাসা হলরুমে ক,খ,গ গ্রুপে দু’দিনব্যপি হাফেজদের হিফজুল কোরআন প্রতিযোগীতা চলবে।
বেতগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী জহিরোননেছা নূরানি হাফিজিয়া কওমি মাদরাসায় ৭ ম হিফজুল কোরআন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভাইস চ্যান্সেলর তিস্তা ইউনিভার্সিটি রংপুর ড.এম আবুল কাশেম,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার গঙ্গাচড়া রংপুর মাহমুদ হাসান মৃধা, সভাপতিত্ব করবেন অত্র মাদরাসার প্রতিষ্ঠিতা ও সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার ।