চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে রিন্টু (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রিন্টু উপজেলার লোকনাথপুর গ্রামের মুছাক আলির ছেলে।
বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রিন্টু ও কয়েকজন শ্রমিক মিলে ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত রিন্টুর হাতে থাকা লোহার রড পাশ দিয়ে বয়ে যাওয়া মেইন লাইনের তারের সঙ্গে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যান এবং নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।
দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।