মেহেরপুরের গাংনীতে তিনটি অবৈধ ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাজেদুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযান শুরু হয়। সরকারি আদেশ অমান্য করায় ভাটপাড়া রিপন ব্রিকস থেকে দুই লাখ টাকা, কসবা হিরা ব্রিকস থেকে দুই লাখ টাকা ও মহিষাখোলা টু স্টার ব্রিকস থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন, সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি টিম।