1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

গাজীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর রেল স্টেশন ও টঙ্গীর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেননি রেলওয়ে পুলিশ।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সন্ধ্যায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা তুরাগ কমিউটার ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের পৌঁছায়। স্টেশনে যাত্রা বিরতি শেষে জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা হয়। এসময় রেললাইন পারাপার হতে গিয়ে ওই যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

অপরদিকে শ্রীপুর রেল স্টেশনের মাস্টার শামীমা আক্তার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর রেল স্টেশনের পয়েন্টের পাশে হোম সিগনালের পাশে ট্রেনে কাটা পরে এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে দেওয়ানগঞ্জগামী ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হতে পারে। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024