1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

ফেনী নদী থেকে বালু উত্তোলন, ৬ জনের কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তীরে ভাঙন সৃষ্টির অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী কলাপাড়ার মোহাম্মদ ইমরান ও রাকিবুল ইসলাম। তাদের ২ মাস কারাদণ্ড দেওয়া হয়। আর নোয়াখালীর কবিরহাটের সাইফুল ইসলাম ও নারায়ণগঞ্জ রূপগঞ্জের দেওয়ান দেলোয়ারকে ২ মাস, নোয়াখালী বেগমগঞ্জের মোহাম্মদ রবিনকে ২ মাস এবং লক্ষ্মীপুরের রামগতির মোহাম্মদ সজীবকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চর দরবেশ এলাকায় ফেনী নদী থেকে বালু উত্তোলন করে নদীর তীর ক্ষতিগ্রস্ত ও ভাঙন সৃষ্টি করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০’ এর ধারায় আদালত ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024