1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মৎস্যজীবী দলের ইফতারে যুবদলের হামলা, আহত ১০

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

কিশোরগঞ্জের বাজিতপুরে মৎস্যজীবী দলের ইফতার মাহফিলে যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এসময় ভাঙচুর ও ইফতার সামগ্রীসহ মালামাল লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলামসহ অন্তত দশজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার সরারচর বাজারে এ ঘটনা ঘটে।

বাজিতপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. কাউসার মিয়া অভিযোগ করে বলেন, গতকাল বিকেলে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন মৎস্যজীবী দল। ইফতার মাহফিলের প্রস্তুতিকালে সরারচর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ সুমনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রায় ২৩০টি প্লাস্টিকের চেয়ার, সাতটি মোবাইল ফোন ও ইফতারি সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এসময় তারা ১১টি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে আনুমানিক ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, হামলার সময় বাধা দেওয়ার চেষ্টা করলে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলামসহ অন্তত দশজনকে মারপিট করে আহত করা হয়। এছাড়াও ৭টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য এক লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সরারচর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ সুমন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তখন অন্য একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। এর বিষয়ে আমি কিছু জানি না।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এখনও এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024