রংপুর সদর উপজেলার পাগলাপীরে দেশব্যাপি ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর সদর উপজেলা শাখা ।
আজ ১৪ই মার্চ ২০২৫ইং রোজঃ শুক্রবার বাদ জুম্মা পাগলাপীর বাজারে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর সদর উপজেলা শাখা। মিছিলটি পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে পাগলাপীর বাজারের প্রতিটি সড়ক পদক্ষিণ করে পাগলাপীর গোল চত্তরে এসে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এতে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের রংপুর সদর উপজেলা শাখার সভাপতি মুহাঃ জিন নুরাইন কোরাইশী, সহ-সভাপতি, মুহাঃ আবু বকর সিদ্দিক, রংপুর সদর উপজেলার ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাঃ আবু বকর সিদ্দিক জিহাদী, সাবেক ছাত্র নেতা মুহাঃ শাহাবুল ইসলাম সহ স্থানীয় ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা।