সিরাজগঞ্জের রায়গঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহাম্মদ নামে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা বলেন, শিশু যত্ন কেন্দ্রের একজন শিক্ষক মোহাম্মদের মা। এজন্য তাদের বাড়িতে ছেলে-মেয়েদের পড়ানো হয়। সেই সুবাদে ৯ মার্চ সকাল ১০টার দিকে আমার মেয়ে সেখানে পড়তে যায়। কিন্তু স্কুল ছুটি ও বাড়িতে তার মা-বাবা না থাকার সুযোগে মোহাম্মদ আমার মেয়েকে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়ি ফিরে ওর মাকে সব জানায়।
তিনি আরও জানান, পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত মোহাম্মদের পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ঘটনার পর মেয়েটি অসুস্থ হয়ে যায়। পরে তাকে বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার মামলা করবেন বলে জানান ভুক্তভোগী শিশুর বাবা।
এদিকে অভিযুক্ত কিশোরের বাবার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, শিশুকে ধর্ষণের বিষয়টি জেনেছি। বর্তমানে সে হাসপাতালে ভর্তি। তবে শিশুর পরিবার থানায় এখনো কোনো অভিযোগ দেয়নি। তারপরও আমরা ওই বখাটে কিশোরকে আটকের চেষ্টা করছি। কিন্তু ঘটনার পর থেকেই সে পলাতক।