মোঃ মেজবাহুল ইসলাম মিলন চৌধুরীকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বুধবার (১২ই মার্চ) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মিলনকে এক চিঠিতে অভিনন্দন জানিয়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথা জানান।
দলের চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়েছে, জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে আপনাকে (মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী) সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ প্রদান করা হলো। আমরা বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।সেই সঙ্গে আপনি পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী জাতীয় পার্টির রংপুর জেলার আহবায়ক কমিটির সদস্য ও মিঠাপুকুর উপজেলার আহবায়ক দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন।
তিনি জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।