1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

১০ লাখ টাকা ঘুস দাবির অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ঘুসের অভিযোগ নিয়ে থানায় মামলা করতে গেলে বাদীকে মারধরের ঘটনায় রংপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের উপমহাপরিদর্শক (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম সই করা এক চিঠিতে রোববারের (১৬ মার্চ) মধ্যে তাকে রিপোর্ট করতে বলা হয়।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ১৪ মার্চ ঘুস চাওয়ার অভিযোগে রংপুরের স্থানীয় ব্যবসায়ী লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে উপকমিশনার শিবলী কায়সারের বিরুদ্ধে মামলা করতে কোতোয়ালি থানায় পাঠান। এসময় পলাশকে থা নাতেই বেধড়ক পেটান পুলিশের ওই কর্মকর্তা। একপর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন।

লিপির অভিযোগ, গত বছরের ১৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি হন তিনি। এ মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে লিপি খানের কাছে ১০ লাখ টাকা ঘুস দাবি করেন শিবলী কায়সার।

এরপর ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে ঘুসের অভিযোগ জানিয়ে পুলিশ সদরদপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন লিপি খান।

শুক্রবার সকালে তাকে উপকমিশনার (অপরাধ) থেকে বদলি করে উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এর দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর একদিন পর শনিবার (১৫ মার্চ) রংপুর মহানগর পুলিশ থেকে সদরদপ্তরে তাকে সংযুক্তের আদেশ জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024