সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৬ তম জন্মদিন (২০ মার্চ)। সাবেক সেনাপ্রধান ও পাঁচবারের সংসদ সদস্য ১৯৩০ সালের ২০ মার্চ রংপুরে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।
এক বার্তায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী মরহুমের জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
তিনি বলেন, পল্লী বন্ধু এরশাদ ছিলেন বাংলাদেশের স্বর্ণ যুগের রাজা। তার সময় ছিলো এদেশের মানুষের জন্য স্বর্ণ যুগ। যতদিন বাঁচবো হুসেইন মুহম্মদ এরশাদের দল করে যাব। পল্লী বন্ধু এরশাদ নিজে প্রতিষ্টিত না হয়ে সাধারণ মানুষকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার উন্নয়নের জন্য তিনি আজও মানুষের হৃদয় মনিকোঠায় স্থান করে আছেন।আজকের এইদিনে আমরা তাকে শ্রদ্বার সাথে স্বরণ করছি।
তিনি আরও বলেন, কিংবদন্তী এই রাষ্ট্রনায়ককে নিয়ে লিখতে বসলে কলমের কালি ফুরিয়ে যাবে, কিন্তু তাকে নিয়ে লেখা শেষ হবে না! আজকের প্রতিষ্ঠিত বাংলাদেশের পিছনে এবং নীতিনির্ধারণে তার প্রজ্ঞা, দায়িত্ববোধ ও রণকৌশলে তিনি ছিলেন এক অবিনশ্বর নক্ষত্র এবং গণবন্ধু। যতদিন বাংলাদেশ থাকবে বাংলার সাধারণ জনগণ এই মহান নেতাকে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন রাখবে।
তিনি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও দলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন