1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

বোর্ডের নির্দেশ মানছেন না রিজওয়ানরা, চুক্তি বাতিলের পরামর্শ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফেরম্যান্সের পরই পাকিস্তান দল থেকে বাদ দেয়া হয়েছে দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই এই দুই ক্রিকেটার।

এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে চলছে তোলপাড়। পাকিস্তান ক্রিকেট বোর্ড চাচ্ছে, সফরের বাইরে থাকা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলুক। কিন্তু মোহাম্মদ রিজওয়ানরা বোর্ডের সিদ্ধান্ত মানতে নারাজ। তবে পাকিস্তানের মিডিয়াগুলো জানাচ্ছে, ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ঘরোয়া ক্রিকেটে খেলবেন, তবে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলতে চান না তিনি।

পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার পর এই রিজওয়ানই তখন বলেছিলেন, যখন দেশের হয়ে খেলা থাকবে না, তখন সব ক্রিকেটারের উচিত ঘরোয়া ক্রিকেট খেলা। অথচ সেই তিনিই খেলতে চাইছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির পর পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে। সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন তিনি।

এরই মাঝে পাকিস্তানে চলছে ন্যাশনাল টি২০ চ্যাম্পিয়নশিপ; কিন্তু সেখানে খেলছেন না রিজওয়ান। পরিবর্তে পেশোয়ারে একটি ক্লাবের হয়ে খেলতে দেখা গেছে তাকে। এ খবর প্রকাশের পর পাকিস্তানের সিনিয়র ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে বলছেন, অধিনায়কই যদি বোর্ডের কথা না শোনেন, তা হলে বাকিরা কেন শুনবেন।

সাবেক পাকিস্তানি পেসার সিকান্দার বখত এই সমালোচনায় ভালোই বাতাস দিয়েছেন। পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভিকে পরামর্শ দিয়েছেন, মোহাম্মদ রিজওয়ানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার জন্য। সে সঙ্গে যারাই পিসিবির নিয়ম ভঙ্গ করবে তাদের ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে রিজওয়ান, বাবর আজম ছাড়াও নাসিম শাহকেও বাদ দেওয়া হয়েছে। তারাও ন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ খেলছেন না। অর্থাৎ, পাকিস্তানের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলতে চানন না। এটি পাকিস্তানের ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন নয়।

২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ছবি দেখা গেছে। এবার দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে পাকিস্তান। বাবর, রিজওয়ানদের সমালোচনা হচ্ছে দেশেই।

সাবেক ক্রিকেটারেরা ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন বাবরদের। বোর্ড জানিয়েছে, এবার বেশ কিছু কড়া পদক্ষেপ তারা নেবে। কিন্তু বোর্ডের নির্দেশ যে রিজওয়ানরা পাত্তা দিচ্ছেন না, তা এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে। লাগাতার ব্যর্থতার পরেও ঘরোয়া ক্রিকেট খেলতে চাইছেন না তারা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024