পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশিষ্টজনদের সম্মানে পাগলাপীর প্রেস ক্লাব রংপুর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ ২০২৫ ইং রোজ শুক্রবার উপজেলার প্রাণকেন্দ্র পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলাপীর স্কুল ও কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র হরিদেবপুর ইউনিয়নের জনগণের দেওয়া বিপুল ভোটে নির্বাচিত দু’বারের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিশেষ অতিথি আশিকুজ্জামান মিঠু (ডিএমএ) সত্ত্বাধিকারী সুবহা এগ্রো ফার্ম, পাগলাপীর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ সরকার দুদু,খলেয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুল হক,বিশিষ্ট ইলেকট্রিকশিয়ান বাদশা মিয়া,বিশিষ্ট শিক্ষানুরাগী মশিউর রহমান।পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক এবং সেলিম বার্তার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান সেলিম এর উপস্থাপনা ও পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য ও গালিভ টিভির ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান,আসাদুজ্জামান টিটু,জিয়ারুল ইসলাম জিয়াম,আব্দুর রহিম,কাহার সিদ্দিকী,শুভ সরকার ও রওশন আরা বেগম রুবী সহ স্থানীয় বিশিষ্টজনরা।