শুক্রবার (২১ মার্চ) বিকালে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের মহিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সরকার গঠন করতে হবে, কুরআনের আইন বাস্তবায়নে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ।
এ সময় প্রধান অতিথি লক্ষীটারী ইউনিয়নের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন। ইফতারপুর্ব আলোচনা শেষে, সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়, দেশ তথা মুসলিম উম্মাহর জন্য দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি।
হাফেজ মাওলানা মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে এবং হাফেজ মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, রংপুর জেলা শাখা মোঃ এ,টি,এম গোলাম মোস্তফা বাবু, বিশেষ অতিথিরা ছিলেন,মোহাম্মদ ইউনুস আলী, মোঃ মাহমুদুর রহমান রিপন সরকার, মোঃ তাহমিদুর রহমান রতন, মোঃ একরামুল হক,মোহাম্মদ আনিসুর রহমান, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা মোঃ মানোয়ার হোসেন মুকুল,মাওলানা মোঃ শরিফুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।