র্যাব-১৩, সিপিএসসি কর্তৃক রংপুর কোতয়ালী থানাধীন এলাকা হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান নিশ্চিত করে জানান, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল কর্তৃক রংপুর জেলার কোতয়ালী থানাধীন হরিদেবপুর ইউপির অন্তর্গত পশ্চিম কিসসামত খলেয়া এলাকা হতে অদ্য ০১ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
উক্ত মাদক ব্যবসায়ী বহুদিন যাবৎ রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গোপন সূত্রের ভিত্তিতে তার উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে র্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীকে সনাক্ত করতে সক্ষম হয় এবং মাদক ব্যাবসায়ী মোঃ ওয়াহেদ আলী (২৮), পিতা- মোঃ মোজাফ্ফর আলী, সাং- দই খাওয়া, থানা-হাতিবান্ধা,জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে