বুধবার (২৬ মার্চ ২০২৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে তিস্তা ইউনিভার্সিটি রংপুর এর আয়োজনে ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের করা হয়।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মু.আবুল কাশেম বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে প্রজন্মকে সঠিক ইতিহাস জানার সুযোগ করে দেয়ার এটাই সঠিক সময় ।
তিস্তা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, মুক্তির স্বাদ বুকে নিয়ে বারবার এ জাতি নিপীড়িত, নিগৃহীত হয়। যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীনতা তারা আমাদের অহংকার,গর্ব। প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস লালন করে বাংলাদেশকে বৈষম্যহীন সমাজব্যবস্থার দিক দেখাতে হবে।
এ সময় তিস্তা ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ট্রাষ্ট, তিস্তা ইউনিভার্সিটি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারি এবং শিক্ষারর্থীদের উপস্থিতে ছিলেন।