রংপুর -১ আসনের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী প্রচার দল-কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও গংগাচড়া উন্নয়ন ফোরাম এর প্রতিষ্টাতা সভাপতি মোঃ রুহুল আমিন।
সব ভেদাভেদ ভুলে পবিত্র ঈদের খুশিকে ভাগাভাগি করে নেবার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি আমরা। মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে থাকে। দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট মুক্ত স্বাধীনভাবে ঈদ পালন করবে দেশবাসী।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা দেড়যুগ যাবত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। তারপরও দলের নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হয় নি। এই আনন্দময় মুহুর্তে দীর্ঘ আন্দোলনে দলের ত্যাগী নেতাদের স্মরণ করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।