1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

গঙ্গাচড়ার পাকুড়িয়া শরীফে মরহুম আবু তালেব মাস্টার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

রফিকুল ইসলাম সাবুল
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

রংপুর জেলার গঙ্গারচড়া উপজেলা বড়বিল ইউনিয়নের পাকুরিয়া শরীফ গ্রামে ডা: এম এ মোনায়েম ( ইবনে আবু) এর ব্যাবস্থাপনায় মরহুম আবু তালেব পরিবারের সুযোগ্য নয় সন্তানের ঐকান্তিক পৃষ্ঠপোষকতায় প্রতিবছরের ন্যায় ইফতার ও দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

গত শনিবার (২৯ মার্চ) বিকালে পাকুরিয়া শরীফ নিজ বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গঙ্গাচড়া বিএনপি নব নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদ, বড়বিল ইউনিয়ন বিএনপি সভাপতি এবং এলাকার আপামর মানুষকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

ইফতার ও দোয়া মাহফিলে ড: এম এ মোনায়েম ( ইবনে আবু) বলেন, প্রত্যেক বাবা-মায়ের সদগায়ে জারিয়া হচ্ছে তার নেক সন্তান, তাই আমি আমার বাবার সন্তান হিসেবে সমাজের দুস্থ মানুষদের জন্য আমার ডাক্তারি পেশার পাশাপাশি কাজ করে যাচ্ছি। আমি দীর্ঘদিন থেকে আমার অর্জিত সম্পদ থেকে বৃহদাংশ সমাজের দুস্থ ও মানবতার সেবায় কাজে লাগাই, এ ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনের দিনগুলোতে যেন আরও বৃদ্ধি করতে পারি সে দোয়া আপনাদের কাছে কামনা করছি । তিনি আরো বলেন, শুধু দানে দারিদ্রতা বিমোচন হয় না, তাই আমার এলাকার দুস্থ মানুষদের স্বাবলম্বী করতে নিরলস চেষ্টা অব্যাহত রাখবো।

ইফতার ও দোয়া মাহফিলে মরহুম আবু তালেবের সন্তান এবি এম মুকতাদের বিল্লাহ্ কাবেল ,সহকারি শিক্ষা অফিসার ,রংপুর সদর,এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঙ্গাচড়া উপজেলার সভাপতি মোহাম্মদ চাঁদ সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, বড়বিল ইউনিয়নের বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল বাতেন সরকার ও বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

মরহুমের সন্তান ডা: মোনায়েম ( ইবনে আবু) দোয়া পরিচালনা করেন এবং তার মরহুম পিতা ও অসুস্থ মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন । সেই সাথে আরও বলেন, আগামীতে তার অর্জিত অর্থ থেকে দুঃখী মানুষের জন্য কাজ করে যাবেন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024