1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

তিস্তা ইউনিভার্সিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকারের শুভেচ্ছা বার্তা

রফিকুল ইসলাম সাবুল
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

তিস্তা ইউনিভার্সিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমাদের সকলের জন্য এক বিশেষ আনন্দের দিন। এই শুভক্ষণে আমি তিস্তা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
মাত্র দু’বছর আগে, ২০২৩ সালে, তিস্তা ইউনিভার্সিটি তার যাত্রা শুরু করেছিল। উত্তরবঙ্গের শিক্ষা বিস্তারে একটি নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের পথচলা।
দু’বছরেই আমরা বিভিন্ন অনুষদের অধীনে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি।
আমাদের সুদক্ষ শিক্ষকবৃন্দ নিরলসভাবে জ্ঞান দান করে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। আমাদের শিক্ষার্থীরাও অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে তাদের শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছে।
এই বিশেষ দিনে আমি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও কর্মচারীগণ এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা ছাড়া এই স্বল্প সময়ে এতদূর আসা সম্ভব হতো না। এছাড়াও, তিস্তা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ এবং যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই সামান্য সময় অনেক চ্যালেঞ্জিং থাকে। কিন্তু তিস্তা ইউনিভার্সিটি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু পুঁথিগত বিদ্যা দান করা নয়, বরং শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হোক।
আগামী দিনে তিস্তা ইউনিভার্সিটিকে একটি উৎকৃষ্ট শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আমাদের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে আরও বেশি মনোযোগ দেব। গবেষণার সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব। উত্তরবঙ্গের আর্থ-সামাজিক উন্নয়নেও তিস্তা ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
পরিশেষে, আমি আবারও তিস্তা ইউনিভার্সিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানাই। আসুন, আমরা সকলে মিলেমিশে এই বিশ্ববিদ্যালয়কে সাফল্যের শিখরে পৌঁছে দেই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024