বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাঙালি জাতিসত্তার সবচেয়ে প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী উৎসব। বৈশাখ শুধু নতুন বছরের সূচনা নয়, বাঙালীর পুরনো গ্লানি ভুলে নতুন আশা, ভালোবাসা ও সংকল্পে জেগে ওঠার দিন। বৈশাখের রুদ্র মেঘের মতোই আমাদের জীবনেও আসে নতুন সম্ভাবনা।
চব্বিশের গণ অভ্যুত্থানে স্বৈরাচারীব্যবস্থার অবসান, রাজনৈতিক ও সামাজিক স্বৈরাচারীব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদের ধারা অব্যাহত রেখে নির্মল বাঙলা বিনির্মাণে মেধা মননে সামনে এগুনোর প্রত্যয় লালন ও বাস্তবায়ন হউক আমাদের পয়লা বৈশাখের অঙ্গীকার।
বাঙলার নতুন বছরে আমি তিস্তা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও পরিচালক রংপুর গ্রুপ এর পক্ষ থেকে আপনাদের সকলকে বাঙলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন সরকার
ভাইস চেয়ারম্যন বোর্ড অব ট্রাষ্টিজ তিস্তা ইউনিভার্সিটি রংপুর ও পরিচালক রংপুর গ্রুপ।