1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

গংগাচড়া উপজেলার চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলার আসামী গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

র‌্যাব-১৩, রংপুর এর অভিযানে জিএমপি গাজীপুর বাসন থানাধীন এলাকা হতে গংগাচড়া উপজেলার চাঞ্চল্যকর ক্লুলেস সিয়াম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অপর আসামী গ্রেফতার।

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে আবুল হাসান নিশ্চিত করে জানান যে,সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল কর্তৃক যৌথ অভিযানে গত ১৯ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ০২:৩০ ঘটিকায় জিএমপি গাজীপুর বাসন থানাধীন নাওজোড় ফ্লাইওভার এলাকা হতে (রংপুর জেলার গংগাচড়া থানার মামলা নং-৩৬ তারিখ ২৯ অক্টোবর ২০২৪ ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০) ক্ললেস সিয়াম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী বিষু (২৩) পিতা-শ্রী সুকুমার চন্দ্র সরকার, সাং-হাজীপাড়া, খলেয়া, থানা-গংগাচড়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করা হয়।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার অনুযায়ী ভিকটিম মোঃ সিয়াম (২৩) গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক রাত ০৯০০ ঘটিকা তার ব্যাবহৃত লাল রংয়ের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে গঙ্গাচড়া থানাধীন খলেয়া ইউনিয়নের খলেয়া গুঞ্জিপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন ২৮ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক সময় ০৭৩০ ঘটিকার সময় গঙ্গাচড়া থানাধীন ০২ নং খলেয়া ইউনিয়নের ০১ নং লালচাদপুর নয়াপাড়া সাকিনের পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজ প্রকল্পের সুইচ গেইট এর পূর্ব বাধেরপাড় সংলগ্ন জনৈক মোঃ লাভলু মিয়া (৫০) এর ইরি ধান ক্ষেতে ধারালো চাকু বা ছোরা দ্বারা শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে হত্যাকৃত অবস্থায় সিয়ামের লাশ পাওয়া যায়। এ নিয়ে এলাকায় অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং খলেয়া ইউনিয়নবাসী সিয়ামের হত্যার বিচার চেয়ে মানববন্ধন করে। উক্ত চাঞ্চল্যকর ঘটনাটি র‍্যাব-১৩, সিপিএসসি ক্যাম্প এর নজরে আসলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকল ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করেন। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করে গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ বর্ণিত হত্যা মামলার প্রধান আসামী স্বাধীনকে গ্রেফতার করে।
উক্ত প্রধান আসামীর জবানবন্দি অনুযায়ী জানা যায় তার সঙ্গীয় আরও ০২ জন সহোযোগীর সহায়তায় সে এই হত্যা কান্ড ঘটায়। তার দেওয়া জবানবন্দি অনুযায়ী তার সঙ্গীয় আসামী বিষু (২৩) এর নাম উল্লেখ করে এর জের ধরে র‌্যাব-১৩ কর্তৃক বিষুর তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং গোপন তথ্যের ভিত্তিতে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে র‌্যাব-১, সিপিএসসি গাজীপুর ক্যাম্পের সহায়তায় জিএমপি গাজীপুর বাসন থানাধীন নাওজোড় ফ্লাইওভার এলাকা হতে অভিযান পরিচালনা করে ক্লুলেস সিয়াম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী বিষু (২৩) পিতা-শ্রী সুকুমার চন্দ্র সরকার, সাং-হাজীপাড়া, খলেয়া, থানা-গংগাচড়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024