বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদল।সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আখতারুজ্জামান তিতাস, সদস্য সচিব আব্দুল্লাহ আল কাফি, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুজ্জামান আশিক, যুগ্ম আহবায়ক সাহেদুজ্জামান নয়ন, গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অয়ন, সাধারণ সম্পাদক রিফাত আহমেদ, সহসভাপতি মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আল আমিন আকাশ। এসময় উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এসময় তারা আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।উল্লেখ্য, নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। তিনি শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।