মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদান অব্যাহত রাখায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এই অঞ্চলের অন্যান্য দেশ, যারা মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে, তাদেরও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।
রোববার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস ‘টমি’ পিগট এক প্রেস বিবৃতিতে এই প্রশংসা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে, বিশেষ করে যারা সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার। একইসঙ্গে, বাংলাদেশ ও এই অঞ্চলের অন্য দেশগুলোকে ধন্যবাদ জানায় যারা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই চার লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। প্রতি বছর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ৩০ হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে।
এদিকে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’। এই সম্মেলনের মূল অধিবেশন সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।