1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

শিক্ষার্থীরা ভালো থাকলে বিশ্ববিদ্যালয় ভালো থাকবে: বেরোবি উপাচার্য

রুশাইদ আহমেদ, বেরোবি ( রংপুর )
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, শিক্ষার্থীরা ভালো থাকলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশও ভালো থাকবে। পাশাপাশি, বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের সাফল্য অর্জনের জন্য পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার প্রতি জোর দেন তিনি।

বুধবার (২৭ আগস্ট) সকালে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক দুই দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ল্যাংগুয়েজ কোর্স, বেসিক কম্পিউটার কোর্সসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে দুই দিনের এই সেমিনার কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ছাড়া, শিক্ষার্থীরা কোনো ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিংয়ের শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে অবহিত করার আহ্বান জানান উপাচার্য।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও ড. মো. আব্দুর রকিব। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024