বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি আদায়ে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান বলেন, পুলিশি হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের মতপ্রকাশ এবং সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার রয়েছে। বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রকৌশল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। আন্দোলনকারীরা বলেন, সমস্যার সমাধান শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব, বলপ্রয়োগের মাধ্যমে নয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রতি দমননীতি পরিহার করে শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক সংলাপে বসার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল, তা এখনো দৃশ্যমান নয়। এ কারণে তারা পুলিশ সংস্কারে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।