পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে জড়িত আসামিদের আটক করা হয়।
বুধবার (২৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে এক হাজার ৪১ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও, ৬২১ জনকে অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এই অভিযানের লক্ষ্য ছিল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন করা। অভিযানে বেশ কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।