1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

বেরোবিতে দাওয়াহ্ সোসাইটির উদ্যোগে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

রুশাইদ আহমেদ, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ধর্মীয় ও সামাজিক সংগঠন দাওয়াহ্ সোসাইটির উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মাওলানা শায়খ মোহাম্মদ জামাল উদ্দীন। দাওয়াহ্ সোসাইটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক, বেরোবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদসহ বেশ কয়েকজন শিক্ষক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নবীনবরণ পর্বে বিশ্ববিদ্যালয়ের নবাগত সহস্রাধিক শিক্ষার্থীকে পবিত্র কুরআন, ফুলের তোড়া, কলম ও চাবির রিং দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া, ভিন্ন ধর্মাবলম্বী নবীন শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় ডায়েরি। ‎এ সময়, বক্তারা নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইনের নানা বিষয়ে আলোচনা করেন। শিক্ষাঙ্গণে ভবিষ্যতে পথচলা নিয়ে নানা দিকনির্দেশনাও দেন তাঁরা।দাওয়াহ্ সোসাইটি সূত্রে জানা যায়, নবীন শিক্ষার্থীদের বরণ, ক্যারিয়ারভিত্তিক দিকনির্দেশনা প্রদান এবং সুস্থ সাংস্কৃতিক চর্চায় অনুপ্রেরণা জোগানোর মাধ্যমে শিক্ষাঙ্গণে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীরা বলেন, এই আয়োজনটিকে পার্থিব জীবনের সঙ্গে সঙ্গে পরকালীন জীবনের জ্ঞানার্জনের সুযোগ হিসেবেও দেখা উচিত। ‎শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুশাসন ও জ্ঞান এবং নৈতিকতার চর্চা ছাড়া ভালো জীবন সম্ভব নয়। ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ অনুষ্ঠান তাঁদের দিকনির্দেশনা দিয়েছে বলেও উল্লেখ করেন তাঁরা।‎অনুষ্ঠানটির ‎আয়োজক কমিটির সদস্য  মেহেদী হাসান বলেন, নবীনদের সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এমন আয়োজন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি আমরা। আশা করছি, ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ নেওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে।‎দাওয়াহ্ সোসাইটির ‎সাধারণ সম্পাদক বাইজিদ শিকদার বলেন, গত বছরের মতো এবারও দাওয়াহ্ সোসাইটির উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান করেছি আমরা। ইহকাল ও পরকাল—উভয় দিকের কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজনের পদক্ষেপ গ্রহণ করা।‎সংগঠনটির ‎সভাপতি মোশারফ হোসেন এই আয়োজনটি সফল হয়েছে উল্লেখ করে বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের এবারের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম সুন্দরভাবে সফল হয়েছে। তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে আমাদের পক্ষ হতে বাংলা অর্থসহ কুরআন, চাবির রিং, টি-শার্ট ও কলম উপহার দেওয়া হয়েছে। নবীন শিক্ষার্থীরা আলোচকদের দিকনির্দেশনা মেনে চললে ইহকাল ও পরকালে সফলতা অর্জনে আল্লাহর ইচ্ছায় অগ্রগতি সাধন করতে সক্ষম হবেন বলে মন্তব্য করেন তিনি।এ দিকে, নবীনবরণ অনুষ্ঠান শেষে মাগরিবের নামাজের পর সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে ইসলামী সঙ্গীত ও গজলের বিশেষ পরিবেশনা করে দেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানটির সাংস্কৃতিক পর্ব পরিচালনার দায়িত্বে ছিল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রঙ্গণ শিল্পীগোষ্ঠী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024