বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ও শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পৃথক তিনটি সফল অভিযানে র্যাব-১৩ মোট ৫৮.৯ কেজি গাঁজা এবং একটি ট্রাক জব্দসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই ধারাবাহিক ও কার্যকর অভিযান তাদের পেশাদারিত্ব ও মাদকবিরোধী কঠোর অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা জননিরাপত্তা রক্ষায় তাদের অঙ্গীকারকে আবারো প্রমাণ করল।
প্রথম অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পলাশী ইউপির মদনপুর এলাকায়। র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর-এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশি করে ২৮.৮ কেজি গাঁজা জব্দ করে এবং ট্রাকটি আটক করে। এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিহাট গ্রামের বাসিন্দা মোঃ বকুল হোসেন (৩৩) এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সোনারগাঁও গ্রামের বাসিন্দা সজিব আহমেদ আকন্দ (২৬)।
পৃথক অন্য একটি অভিযানে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫:৩০ ঘটিকায় রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মর্ডান মোড় এলাকায় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর-এর দল অভিযান চালায়। এ সময় একটি টিভির কার্টনের মধ্যে অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে রাখা ২০.১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী মোছাঃ আয়েশা খাতুন (২৪)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোছাঃ আয়েশা খাতুন দিনাজপুর জেলার কোতয়ালী থানার উত্তর গোপালপুরের বাসিন্দা।
আরো একটি পৃথক অভিযানে একই দিন রাত ৯:৪০ ঘটিকায় র্যাব-১৩, ব্যাটালিয়ান সদর, রংপুর-এর দল রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড় সংলগ্ন রিয়াম শপিং এর সামনে অভিযান পরিচালনা করে। এই অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ কবির হোসেন নয়ন (৩০)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ কবির হোসেন নয়ন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া গ্রামের বাসিন্দা।
সঠিক গোয়েন্দা তথ্য এবং দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে বিপুল পরিমাণ মাদক ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করার এই সাফল্য মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ চেইন ভাঙতে র্যাব-এর সক্ষমতাকে তুলে ধরে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।