1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ ও গাঁজাসহ যুবক গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে অভিযান চালায়।

অভিযানে জনৈক মোঃ মশিউর রহমান (২২)-এর বসতবাড়ীতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬৩৭ বোতল এস্কাফ (ESKuf) এবং ৪ দশমিক ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ মশিউর রহমান (২২), পিতা-মোঃ আইয়ুব আলী, সাং-পূর্ব কাদমা, পোষ্ট-ভেলাগুড়ী, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাটকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মশিউর রহমান স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে ফেনসিডিল, এস্কাফ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসার সঙ্গে জড়িত।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024