ইসলামি ফাউন্ডেশন কতৃক পরিচালিত নৈতীকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায় প্রকল্প পবিত্র মাহে রমজানের মধ্যে পাস করে সকল শিক্ষক শিক্ষিকা, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদান এবং ৫ দফা দাবিতে সারা দেশেন ন্যায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ রংপুর ।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে ৫ দফা দাবি পূরণে মানববন্ধন, রেলি এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন কোমলমতি শিশুদের দ্বিনী শিক্ষা দেয়ার কারিগর রংপুর জেলার শিক্ষক শিক্ষিকারা।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ রংপুর কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষিকারা বলেন,
ইসলামি ফাউন্ডেশনের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ ও জনন্দিত ” মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ” যেখান ৪/৫ বছরের শিশুরা আরবি, বাংলা,ইংরেজির পাশাপাশি নৈতিক ও দ্বীনি শিক্ষার ভিত্তি পেয়ে থাকেন, সামান্য বেতনে শিক্ষক শিক্ষিকারা তাদের পাঠদান দিয়ে আসছেন। সেই প্রকল্প কে করেছেন কে গড়েছেন তা মুখ্য নয়,মুখ্য বিষয় হচ্ছে উক্ত প্রকল্প থেকে আপনার ৫ বছরের সন্তান সবাইকে সালাম দেয়া শিখছে, আপনার সন্তান কোরআনের ছোট ছোট সুরা পাঠ করতে পারছে, আপনার সন্তান সলাত পড়ার নিয়ম জানছে, আপনার সন্তান আরবি,বাংলা,ইংরেজি বর্ণপরিচয় ও বানান শিখছে, আজকে প্রধান উপদেষ্টাকে দেখতে হবে, ইসলামি ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে জাতি উপকৃত হচ্ছে কি না । বর্তমানে প্রকল্পটির মাধ্যমে প্রাক-প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষাসহ সারা দেশে মোট ৭৩,৭৬৮ টি শিক্ষাকেন্দ্রে শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে প্রতিবছর সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর ২৪ লক্ষ ১৪ হাজার দুইশত জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আসছে, তাই জনন্দিত প্রকল্পটি প্রধান উপদেষ্টাকে আউটসোর্সিং এর আওতাভুক্ত না করার অনুরোধ জানান শিক্ষক শিক্ষিকারা। সেই সাথে ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন বোনাস দিয়ে অবহেলিত শিক্ষক শিক্ষিকাদের ঈদ করতে পাশে দাড়ার অনুরোধ জানান।
মানববন্ধনে উপস্থিত জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত,অসুস্থদের সুস্থতা, দেশ তথা মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
মানববন্ধনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ রংপুর কমিটির উপস্থিত ছিলেন, সভাপতি মাওলানা মোঃ একরামুল হক,সাধারণ সম্পাদক মাওলানা মোতাহার হোসেন, ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ারটেকার ও শিক্ষক শিক্ষিকারা।