1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউয়ের তীব্র নিন্দা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সাংবাদিক মোশারেফ হোসেন সিকদার (নোমান মোশারেফ) ও কেফায়েত উল্লাহ চৌধুরী শাকিলসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বুধবার (২৭ আগস্ট) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলাও হয়েছে। মামলার নথি অনুযায়ী, বুধবার দুপুরে মোশারেফ হোসেন সিকদার ও তার সহকর্মী মো. শিমুল হাসান মোটরসাইকেলে করে ডিআরইউ-তে যাওয়ার পথে একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে। এ সময় মাইক্রোবাসের চালক লাঠি দিয়ে মোশারেফ হোসেনকে আঘাত করেন। শিমুল হাসান তাকে প্রতিহত করতে গেলে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর গাড়ির ভেতর থেকে আরও কয়েকজন নেমে তাদের ওপর হামলা চালায়।

পরে পাশেই থাকা পুলিশ বক্স থেকে পুলিশ এসে সাংবাদিকদের ওপর হামলা করে। সাংবাদিকরা এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে পুলিশ তাদেরও মারধর করে। একপর্যায়ে পুলিশ মোশারেফ ও শিমুলকে টেনেহিঁচড়ে পুলিশ বক্সে নিয়ে যায় এবং তাদের বেধড়ক পেটায়। এ সময় বাংলাভিশনের রিপোর্টার কেফায়েত শাকিল ভিডিও করতে গেলে তাকেও হেনস্তা করা হয়। পরে আরও কয়েকজন সাংবাদিক আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

ডিআরইউ নেতারা এই হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024