1. info@aynatv.info : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@aynatv.info : admin :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হতে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( রংপুর )
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় ইং ০৩/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.১০ ঘটিকার সময়

বুধবার র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ০২নং কাটাবাড়ী ইউপির ০১ নং কাটাবাড়ী এলাকা থেকে ধৃত আসামী মিজানুর রহমান সুজা (৩৫) এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে টিনশেড মাটির তৈরি গোয়াল ঘরের ভিতর অভিযান পরিচালনা করে কষ্টি পাথরের ০১টি ৩৭ কেজি ওজনের আনুমানিক ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা) মূল্যমানের মূর্তি (মা ও শিশু প্রতিকৃতি) সহ অভিযুক্ত আসামি মিজানুর রহমান সুজা (৩৫), পিতা-মৃত খলিলুর রহমান, গোলাম ফিরোজ লিটন (৩০), পিতা- আঃ কুদ্দুস, উভয় সাং- ০১ নং কাটাবাড়ী, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা এবং শিবু সরকার (৩০), পিতা- অনিল চন্দ্র সরকার, সাং- লক্ষ্মনপুর বাড়াইশাল পাড়া, থানা- সৈয়দপুর, জেলা-নীলফামারী’দেরকে উল্লেখিত আলামতসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামি’দেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024